দেখে
নিন আজকের রাশিফল!
মেষ
[২১ মার্চ-২০ এপ্রিল]: সকালে
এদিক ওদিক তাকানোর সময় হয়নি ভারী কাপড় চোপড় গায়ে দিয়ে বেরিয়ে দেখছেন রোদের তীব্রতা
আজ অনেক বেশি। কিচ্ছু করার নেই। সন্ধ্যা পর্যন্ত ঘামতে থাকুন। শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ
হলুদ।
বৃষ [২১ এপ্রিল-২০
মে]: পৌষ শেষ হয়ে এলো। এখনো খেঁজুরের রস খাওয়া হল না? আজ দেখুন তো একটা ব্যবস্থা করা
যায় কিনা। বেলা তো অনেক হল, আজ বলে রাখুন, কাল ভোরবেলা গিয়ে খাবেন। শুভ সংখ্যাঃ ১১।
শুভ রংঃ লাল।
মিথুন [২১
মে-২০ জুন]: খুব জরুরি না হলে আজ দুরপাল্লার যাত্রা থেকে দুরে থাকুন। শুভ সংখ্যা; ১।
শুভ রংঃ কালো।
কর্কট [২১ জুন-২০ জুলাই]: টাকা ধার চাইছেন সমানে কিন্তু
পাচ্ছেন না? আজকে ধার না, আপনার প্রাপ্যটাই পেয়ে যাবেন। শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ নীল।
সিংহ [২১
জুলাই-২০ আগস্ট]: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ধরণের গ্যাঞ্জাম বাঁধবে আশেপাশের কয়েক
বাড়ি মিলে। শুভ সংখ্যাঃ ৩৩। শুভ রংঃ লাল।
কন্যা [২২
আগস্ট-২২ সেপ্টেম্বর]: কাঁশতে কাঁশতে গলা দিয়ে রক্ত বেরুলেই আপনার যক্ষ্মা হয়েছে এমনটা
ভাববার কোনো কারণ নেই। তবে দ্রুত পরীক্ষা করান। শুভ সংখ্যাঃ ৭৭। শুভ রংঃ লাল।
তুলা [২৩
সেপ্টেম্বর-২২ অক্টোবর]: আজ মনে মনে চাইবেন আলুর দম খেতে। তবে সেটা প্লেটে গরম গরম
পাবেন না সিঁড়িতে পা পিছলে আলুর দম হবেন দেখতে হলে অপেক্ষা করুন। দিনের অনেকটা সময়
বাকি। শুভ সংখ্যাঃ ৮৮। শুভ রংঃ কালো।
বৃশ্চিক
[২৩ অক্টোবর-২১ নভেম্বর]: দাম্পত্য কলহ। তবে আপনার পাশের বাসায়। মাঝরাতে অযথা ঘুমটা
নষ্ট হবে আজ রাতে আপনার। শুভ সংখ্যাঃ ৪৫। শুভ রংঃ কালো।
ধনু [২২ নভেম্বর-
২০ ডিসেম্বর]: নরমাল তেলোপোকা মারার ওষুধে ছোট ছোট চায়না তেলাপোকা মরবে না। সঠিক জায়গায়
সঠিক দক্ষতার প্রয়োগ ঘটান। শুভ সংখ্যাঃ ৯৯। শুভ রংঃ লাল।
মকর [২১ ডিসেম্বর-১৯
জানুয়ারি]: বাস থেকে নামার সময় প্লিজ, বাম পা আগে! শুভ সংখ্যাঃ ৭০। শুভও রংঃ আসমানী।
কুম্ভ [২০
জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: সেই নভেম্বর থেকে ভুগতে থাকা কাশির যন্ত্রণা থেকে মুক্তি
পাবেন আজ থেকে। শুভ সংখ্যাঃ ০০। শুভ রংঃ বেগুনি।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: বাড়িঘর পরিষ্কার করুন।
মাকড়সা এসে কোত্থেকে গায়ের ওপর লাফিয়ে পড়বে, এতে গরম চায়ের কাপ ফেলে দিতে পারেন ভয়ে।
শুভ সংখ্যাঃ ৪২০। শুভ রংঃ গাঢ় নীল।